শিলিগুড়ির, ২৬ সেপ্টেম্বরঃ দুঃস্থ শিশুদের স্বার্থে শিলিগুড়িতে ই-শিক্ষা প্রকল্প শুরু করেছিলেন কমিশনার গৌরব শর্মা।তার এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির নতুন কমিশনার অখিলেশ চতুর্বেদী।সোমবার ভক্তিনগর থানায় ই-শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন কমিশনার অখিলেশ চতুর্বেদী।
প্রসঙ্গত, মাটিগাড়া এবং শিলিগুড়ি থানায় ই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন শিলিগুড়ির আগের কমিশনার গৌরব শর্মা।এরপর ভক্তিনগর থানায় ই-শিক্ষা কেন্দ্র তৈরি করার কাজ চলছিল।এর মধ্যেই গৌরব শর্মাকে বদলি করা হয়।
এরপর শিলিগুড়িতে নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অখিলেশ চতুর্বেদী।এদিন ভক্তিনগর থানায় ই-শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি বেশকয়েকজন শিশুকে স্কুলের ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।এছাড়াও এদিন বিভিন্ন ক্লাবের সদস্যদের হাতে পুজোর অনুদানের চেক তুলে দেন।