আলিপুরদুয়ারে ইদের নামাজ পড়ে ফেরার সময় পুকুরে পড়ে মৃত্যু দুই শ্রমিকের

শিলিগুড়ি, ১৭ জুনঃ ইদের নামাজ পড়ে ফেরার সময় পা পিছলে পুকুরে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের।আলিপুরদুয়ারের ভেলুরডাবরি এলাকার ঘটনা।


জানা গিয়েছে, আলিপুরদুয়ার ভেলুরডাবরিতে কাজ করতে এসেছিলেন বিহারের বাসিন্দা সামিম আলম ও ঝাড়খন্ডের বাসিন্দা ইরশাদ আনসারি।এই দুজন আজ ইদের নামাজ পড়ে ফিরছিলেন।ফেরার সময় ভেলুরডাবরি এলাকায় একটি পুকুরে পড়ে যায় দুজন।

ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş