ফাঁসিদেওয়া, ৯ জানুয়ারিঃ বেশকয়েকদিন ধরেই চিতাবাঘ বাগানে ঢুকেছে বলে আতঙ্কে ছিলেন চা শ্রমিকেরা।অবশেষে শনিবার সকালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানে।বাগানে খাঁচা পেতেছিলেন বনকর্মীরা।সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।
এদিন সকালে খাঁচাবন্দী চিতাবাঘটি দেখতে ভিড় জমে যায় এলাকায়।পরে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে নিয়ে যায়।বেশকিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘ রয়েছে বলে দাবি করছিলেন শ্রমিকেরা।সেইমতো বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে। তারপরই সেখানে খাঁচা পাতা হয়।