ব্রাভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান অর্জন করল কোচবিহারের ছাত্র

কোচবিহার, ৪ জানুয়ারিঃ ফ্রেঞ্চ ব্রাভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নিজের স্থান অর্জন করল কোচবিহারের দশম শ্রেণীর ছাত্র জয়েশ কুমার দাস।


কোচবিহারের এই ছাত্র জয়েশ কুমার সবথেকে দ্রুত নিজের কান নাড়ানোর (Fastest Ear Wiggling In One Minute ) জন্য বিশ্ব রেকর্ড গড়ে।জয়েশ কুমার দাস কোচবিহার জেলার নিউ কোচবিহারের রেল কলোনির বাসিন্দা।তাঁর এই সাফল্যের জন্য পরিবার ও এলাকাবাসীরা খুশি।

জানা গিয়েছে, জয়েশ এর আগেও এশিয়া বুক অফ রেকর্ডস এ অংশগ্রহণ করে।জয়েশ ১ মিনিটে ১৩৩ বার কান নাড়িয়ে এই বিশ্ব রেকর্ড গড়ে।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780