বার বার আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ বারবার আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।এই নিয়ে ৪ বার বন্দে ভারতে ছোঁড়া হল পাথর।ভেঙে দেওয়া হল ট্রেনের জানালার কাঁচ।


জানা গিয়েছে, সোমবার হাওড়া থেকে এনজেপি আসার পথে বর্ধমান থেকে চন্দনপুরের মাঝে পাথর ছোঁড়া হল বন্দে ভারতে।ট্রেনের সি৫ কামরার জানলার কাঁচ ভেঙে যায়।ভয়ে পেয়ে যান সেখানে থাকা যাত্রীরা।সঙ্গে সঙ্গে তারা অন্যত্র সরে যান।এদিকে বন্দে ভারত চালু হওয়ার ৯ দিনের মধ্যে বারবার পাথর ছোড়ার ঘটনা নিয়ে ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর শুরু হয় বন্দে ভারতের যাত্রা।এরপর গত ২ জানুয়ারী প্রথম হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে।পাথরের আঘাতে ট্রেনটির সি-১৩ কোচের একটি দরজার কাঁচ ভেঙে যায়।ঘটনায় অভিযোগ দায়ের করে উত্তর-পূর্ব সীমান্ত রেল।এরপর গত ৩ তারিখেও পাথর ছোঁড়া হয় বন্দে ভারতে।এই ঘটনার পর এনজেপিতে আরপিএফ ও জিআরপি এর কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।সুরক্ষার জন্য তৈরি হয় একটি হোয়াটস অ্যাপ গ্রুপ।রেলের নজরদারি সত্বেও ফের গতকাল অর্থাৎ ৮ জানুয়ারি বারসই স্টেশনের কাছে আক্রান্ত হয় বন্দে ভারত।এরপর আজ বর্ধমান থেকে চন্দনপুরের মাঝে ছোঁড়া হল পাথর।


ঘটনার পর রেল পুলিশ ও রেলদপ্তর গোটা ঘটনার তদন্তে নেমেছে।কে বা কারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তার তদন্ত চলছে বলে রেল দপ্তর সূত্রে খবর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *