পানিট্যাঙ্কিতে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

খড়িবাড়ি, ৭ জুনঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের পানিট্যাঙ্কিতে রানিগঞ্জ অঞ্চল-১ কংগ্রেস কমিটির তরফে ২০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।


রানিগঞ্জ অঞ্চল ১ কংগ্রেস কমিটির সভাপতি সন্তোষ সিংহ বলেন, লকডাউনের কারণে দুঃস্থ মানুষেরা খাদ্য সংকটে পড়েছেন।এদিন এলাকায় অস্থায়ী বাজারের মাধ্যমে ২০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar