শিলিগুড়িতে কলসেন্টারের আড়ালে ডেটিং অ্যাপে প্রতারণা, পুলিশের জালে ৭

শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ শিলিগুড়ি জুড়ে কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব, ডেটিং সাইটের মাধ্যমে প্রতারণার চক্র। বড় চক্রকে ধরলো ভিনরাজ্যের পুলিশ। শনিবার শিলিগুড়ির মাটিগাড়া ও ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে ধরলো তেলেঙ্গানা পুলিশ৷ ধৃতদের নাম অজয় কুমার শাহ, জীতেন্দ্রকুমার পণ্ডিত, বিজয় শাহ, মহম্মদ নুর আলম, বিনোদ শাহ, রাকেশ কুমার ও সজন হালদার। আগামীকাল তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে রওনা হবে পুলিশ।


জানা গিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চালাচ্ছিল সকলে৷ ডেটিং এর নামে মোটা টাকা আদায় করে নিতো তারা। সেই সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে তেলেঙ্গানার নির্দিষ্ট একটি সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে শিলিগুড়ি থেকে এক চক্র চলছে বলে জানতে পারে সেখানকার পুলিশ। এরপরই আজ বিশেষ একটি দল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগীতা নিয়ে ৭ জনকে ধরে। আরও বেশকয়েকজনের নাম এই চক্রগুলিতে রয়েছে। প্রধাননগর এলাকার এক মহিলা ও আরও এক ব্যক্তি যারা এই ফ্রেন্ডশিপ ক্লাবগুলির মূল মাথা তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও আশ্রমপাড়া, পাঞ্জাবিপাড়া, প্রধাননগর, মাটিগাড়া সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে অবৈধ কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের নামে প্রতারণা হচ্ছে তাদেরও একটি নামের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই মতো ধরপাকড় শুরু হয়েছে।


One thought on “শিলিগুড়িতে কলসেন্টারের আড়ালে ডেটিং অ্যাপে প্রতারণা, পুলিশের জালে ৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *