ফুলবাড়িতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ জন

ফুলবাড়ি ২৫ মেঃ বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো ২ জন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ক্যানেল রোডের পুটিমাড়ি সংলগ্ন এলাকায়।
আহতদের অবস্থা আশঙ্কাজক হওয়ায় দুজনকেই উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানা এবং ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomjojobet girişjojobetholiganbet girişCasibomizmir escortholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom giriş