ফুলবাড়ি, ২৭ জানুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাড়িতে রাস্তার পাশে উল্টে গেল ভুট্টা বোঝাই ট্রাক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে। ঘটনায় হতাহতের কোন খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুট্টাবোঝাই ট্রাকটি ফুলবাড়ি থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়নজুলিতে উল্টে যায়। ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক। জানা গিয়েছে রাস্তার পাশে গাড়ি পার্কিং করার সময় গাড়িটি উল্টে যায়।
এই বিষয়ে ফুলবাড়ি বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর জানান, ফুলবাড়ি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এশিয়ান হাইওয়ের রাস্তায় যানজট লেগেই থাকে। এলাকায় পার্কিং এর সঠিক ব্যাবস্থা না থাকায় গাড়িগুলি রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হয় এলাকাবাসী সহ পথ চলতি সাধারণ মানুষ।