শিলিগুড়ি, ১০ জুনঃ ফের শিলিগুড়ির পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে গাঁজা সহ একজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম মিঠুন ঘোষ।রায়গঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, মিঠুন ঘোষ বীরপাড়া থেকে শিলিগুড়িগামী একটি বাসে করে পিসি মিত্তল বাসস্ট্যান্ডে পৌঁছায়।গোপন সূত্রে পুলিশ এই খবর পেয়ে অভিযান চালিয়ে মিঠুন ঘোষের তল্লাশি নিতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় গাঁজার দুটি প্যাকেট।দুটি প্যাকেটে প্রায় ১৫ কিলো গাঁজা উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিঠুন ঘোষ যাত্রী সেজে বাসে করে গাঁজা পাচার করতে শিলিগুড়িতে পৌঁছায়।শিলিগুড়িতে গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল তার।তবে তার আগেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।