ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে গজলডোবায় জল মহোৎসবের আয়োজন

রাজগঞ্জ, ১২ জুলাইঃ স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে জল মহোৎসবের আয়োজন গজলডোবায়।


শুক্রবার গজলডোবায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে ইন্ডিয়ান এয়ার ফোর্স, এসএসবি, বিএসএফ,  সিআরপিএফ, এনসিসি, পশ্চিমবঙ্গ পুলিশ, রেল পুলিশ, বনদপ্তর ও সেচ দপ্তর অংশগ্রহণ করে।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিস্তা – মহানন্দ লিংক ক্যানেলে প্রতিযোগিতামূলক বোট রেসিংয়ের আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় বিভিন্ন বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করেন।


এই বিষয়ে সেনাবাহিনীর আধিকারিকেরা জানান, ভারতের স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত-চীন যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের হাজার হাজার জওয়ান আত্মবলিদান দিয়েছেন।দেশ গঠনে যাদের অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই জল মহোৎসবের আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş