জলদাপাড়া জাতীয় উদ্যানে দুর্ঘটনা, পর্যটক বোঝাই গাড়িতে গন্ডারের হামলা-আহত ৭

জলদাপাড়া, ২৫ ফেব্রুয়ারিঃ জলদাপাড়া জাতীয় উদ্যানে দুর্ঘটনা।এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডারের রোষের মুখে পড়লেন পর্যটকেরা।


জানা গিয়েছে, এদিন এলাকা দখলের লড়াইয়ে হঠাৎই জঙ্গলের রাস্তায় চলে আসে দুটি গন্ডার।ঠিক তখনই ওই পথ ধরে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই সাফারি গাড়ি।সেইসময় গণ্ডারের রোষের মুখে পড়ে গাড়িটি।গন্ডার দুটি তেড়ে এলে গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করে চালক।সেইসময় পাশে থাকা ড্রেনের মধ্যেই উল্টে যায় গাড়িটি।ঘটনায় জখম হন চালক সহ মোট সাত জন।আহতদের তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

জলদাপাড়ার ইতিহাসে গণ্ডারের এই ধরণের ঘটনার কোনো নজির নেই।


 

One thought on “জলদাপাড়া জাতীয় উদ্যানে দুর্ঘটনা, পর্যটক বোঝাই গাড়িতে গন্ডারের হামলা-আহত ৭

  1. Basab Bandyopadhyay says:

    নজির আছে ৷ ২০১২ সালের জানুয়ারী মাসে আমাদের ও গন্ডার তাড়া করেছিল ৷ সেই ছবিও আছে৷ ভাগ্য ভালো যে আমাদের গাড়ির পেছন দিক থেকে আসছিল তাই ধরতে পারেনি ৷ আর আমরা ভিডিও করার অপেক্ষায় ছিলাম না ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *