গণধোলাইয়ে মৃত্যু যুবকের, ঘটনায় আটক ৩ জন-প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজগঞ্জ, ২৪ আগস্টঃ গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত্যু হয় এক যুবকের।সেই  ঘটনায় তিন ব্যক্তিকে আটক করায় উত্তেজনা ছড়াল।


ঘটনার সূত্রপাত গতকাল রাতে।রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের চাউলহাটি সংলগ্ন বড়ুয়াপাড়া গ্রামে গরু চুরি করতে এসে গণধোলাইয়ে মৃত্যু হয় এক যুবকের।সেই ঘটনায় বরুয়াপাড়া এলাকার তিন ব্যক্তিকে আটক করে নিয়ে আসে রাজগঞ্জ থানার পুলিশ।এরপর তিনজনকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা।এই নিয়ে উত্তেজনা ছড়ায়।থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

একসময় বিক্ষোভকারীরা থানার মধ্যে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।এরপর গ্রামবাসীরা রাজগঞ্জ বাজারের মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা এবং ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল।নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।গোলমালের খবর পেয়ে থানায় ছুটে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *