শিলিগুড়ি, ৫ অগাস্টঃ প্রায় দুমাস পর একটি চার চাকা গাড়ি চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।অভিযুক্তদের নাম শেখর সাহা ও মহম্মদ বিলাল।দুজন ফাঁসিদেওয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত দুমাস আগে শেখর ও বিলাল দুজনে মিলে ফাঁসিদেওয়া থানা অন্তর্গত এলাকা থেকে একটি চার চাকা বুলেরো গাড়ি চুরি করে।পরদিন ফাঁসিদেওয়া থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়।পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুই অভিযুক্ত ডুয়ার্সে গাড়িটিকে বিক্রি করে দেয়।এরপরই দুজনকে ধরার অপেক্ষা করছিল পুলিশ।
অবশেষে বৃহস্পতিবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।