সমতলের পাশাপাশি পাহাড়েও গরমে নাজেহাল মানুষ, প্রভাবিত হচ্ছে জনজীবন      

শিলিগুড়ি, ২ জুনঃ প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা শিলিগুড়িবাসীর।যদিও এমনই গরমে শহরবাসীকে নাজেহাল হতে হবে আরও কয়েকদিন।এমনটাই বলছে হাওয়া অফিস।সমতলের পাশাপাশি পাহাড়েও গরমে নাজেহাল হচ্ছেন মানুষ।


শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী রাজ্য সিকিমেও গরমে নাভিশ্বাস অবস্থা মানুষের।যার জেরে সমতলের পাশাপাশি পাহাড়েও প্রভাবিত হচ্ছে জনজীবন।পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবারের গরম।গ্যাংটকে ২০০০ সালের পর এবারে রেকর্ড গড়েছে তাপমাত্রা।তাপমাত্রার পারদ ২৮ ডিগ্রি ছাড়িয়েছে।পাহাড়েও চালাতে হচ্ছে ফ্যান।

এই বিষয়ে সিকিম হাওয়া অফিসের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, আগামী কিছুদিন তাপমাত্রা লাগাতার বাড়বে।বৃষ্টি হলেও স্বস্তি পাবেন না মানুষ।তবে এবারে জলপাইগুড়ি ও গ্যাংটকে তাপমাত্রা রেকর্ড গড়েছে।


  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *