শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ উত্তরবঙ্গে গরু পাচার চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল বাগডোগরা থানা ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতের নাম মহম্মদ সালাম(৩০)।
জানা গিয়েছে, কিছুদিন আগে বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে গরু সহ একজনকে গ্রেফতার করে।ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মহম্মদ সালামের নাম জানতে পারে পুলিশ।এরপর থেকে তার খোঁজ চালাচ্ছিল পুলিশ।পরবর্তীতে এই মামলার তদন্ত শুরু করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
ডিডি এই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারে মহম্মদ সালাম তার বাড়িতে এসেছে।এরপর বাগডোগরা থানার সহযোগিতায় থানা অন্তর্গত কেষ্টপুর হলাল বস্তি এলাকা থেকে মহম্মদ সালামকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিডি।