সিকিম থেকে আবর্জনা শিলিগুড়িতে নিয়ে এসে ফেলার অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

শিলিগুড়ি,১১ নভেম্বরঃ সিকিম থেকে আবর্জনা নিয়ে এসে শিলিগুড়িতে ফেলার অভিযোগ। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সিকিম থেকে ট্রাকে করে আবর্জনা নিয়ে এসে বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া নেপালি বস্তি এলাকায় একটি ফাঁকা জায়গায় পাঠানো হচ্ছে।কয়েকদিন ধরেই সেখানকার বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছেন। এরপরই সোমবার সকাল থেকে আবর্জনা বোঝাই ট্রাক রাস্তায় দেখতেই ট্রাকগুলিকে আটকানো হয়। চারটি ট্রাক আটকানো হয়েছে। খবর পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা ও স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন হাজির হন। পরে আমবাড়ি ফাঁড়িকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রাকগুলি আটক করে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন ধরেই ট্রাকগুলি এলাকায় আসছে। আবর্জনাগুলি ঢেকে নিয়ে আসা হয়। যাতে করে কেউ বুঝতে না পারে। এরপর সেখানে ফেলে দিয়ে ট্রাকগুলি সিকিমে চলে যায়। যদিও কে বা কারা অনুমতি দিয়েছে আবর্জনা ফেলার তা জানাতে পারেনি চালকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahisdeneme bonusu veren siteler 2024casibomcasibom giriş