শিলিগুড়িতে সোনার বিস্কুট সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ৩ আগস্টঃ পরিকল্পনা ছিল বিহারে সোনা পাচারের।সেই পরিকল্পনা ভেস্তে দিল ডিআরআই।মঙ্গলবার রাতে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের কাছে লক্ষাধিক টাকার সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতের নাম মুকেশ কুমার।বিহারের ছাপরার বাসিন্দা।


ডিআরআই সূত্রে খবর, ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে কোচবিহার, এরপর শিলিগুড়ি হয়ে বিহারে সোনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল ধৃতের।মঙ্গলবার রাতে রেগুলেটেড মার্কেটের কাছে বিহারগামী বাসে অভিযান চালায় ডিআরআই।মুকেশ কুমারকে সন্দেহ হয় আধিকারিকদের।এরপর তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি সোনার বিস্কুট।     

সোনার কোনো বৈধ নথী দেখাতে না পারায় মুকেশ কুমারকে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলোরও বেশি।যার বাজারমূল্য ৬০ লক্ষ ১০ হাজার ৫১৭ টাকা।


ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।যদিও এক কোটি টাকার কম সোনা উদ্ধার হওয়ায় উপযুক্ত প্রমান সাপেক্ষে মুকেশ কুমারের জামিন মঞ্জুর করে আদালত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis