প্রচন্ড গরমে সকালে স্কুল হোক, এই দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান বিজেপি যুব মোর্চার  

শিলিগুড়ি, ১৮ জুলাইঃ গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের।এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।সবথেকে বেশী সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়ারা।  


এই কারণে গত ১৫ তারিখ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখে জানান, উত্তরবঙ্গের স্কুল গুলিকে সকালে করা হোক।এই নিয়েই আজ ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।  

স্মারকলিপি জমা দিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস বলেন, যখন দক্ষিণবঙ্গে গরম বাড়ছিল তখন উত্তরবঙ্গে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন উত্তরবঙ্গে গরম পড়ছে, তাহলে রাজ্য সরকার কেন ছাত্রছাত্রীদের দিকে নজর দিচ্ছে না।প্রতিদিন পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে।অনেক জায়গায় পড়ুয়ারা জল পাচ্ছে না, কোনো স্কুলে ফ্যান চলে না।মহকুমাশাসক আশ্বাস দিয়েছেন যে এই সমস্ত বিষয়ে নজর দেবেন।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO