বাগডোগরা, ২৩ মার্চঃ বুধবার গভীর রাতে বাগডোগরা বিহার মোড় এলাকায় ৬টি গরু সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।ধৃতরা হল মহম্মদ মুনাজ্জাম ও মহম্মদ সহিদুল।দুজন নকশালবাড়ির তোতারাম ও ছোটো মনিরাম জোতের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, পিকআপ ভ্যানে করে গুরু নিয়ে যাওয়ার সময় বাগডোগরা বিহার মোড় এলাকায় আটক করা হয়।গরুর কোন বৈধ নথী না থাকায় গরু সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।বাজেয়াপ্ত করা হয়েছে পিকআপ ভ্যানটিকেও।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।