শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ সরকারি নির্দেশিকা অমান্য করে গভীর রাত অবধি বার ও পাব চালানোর অভিযোগে বার মালিক সহ দুই ম্যানেজারকে গ্রেফতার করলো পুলিশ।ধৃত মালিকের নাম প্রিন্স জৈন এবং দুই ম্যানেজারের নাম মনিষ সিংহ এবং অভিজিৎ মজুমদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের একটি বার ও পাব নির্ধারিত সময়ের বেশি সময় ধরে চলছিল।এই নিয়ে বেশ কয়েকবার পুলিশের কাছে অভিযোগও আসে।এরপর গতকাল রাতে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।সরকারি নির্দেশিকা অমান্য করে গভীর রাত অবধি বার ও পাব চালানোর অভিযোগে বার মালিক সহ দুই ম্যানেজারকে গ্রেফতার করা হয়।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।