হরিণের সিং এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই পাচারকারী

শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ হরিণের সিং এবং আগ্নেয়াস্ত্র সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।ধৃতদের নাম প্রভানন্দ রায়(২৬) এবং কৃষ্ণ দাস(৩২)।এদিন এডিএফও মঞ্জুলা তির্কি বিষয়টি জানান।


জানা গিয়েছে, ২০২২ সালের ৮ এবং ১৮ নভেম্বর বনদপ্তর অভিযান চালিয়ে ফাঁড়াবাড়ি এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও বন্য জীবজন্তুর দেহাংশ সহ দুই চোরা শিকারিকে গ্রেফতার করে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।এরপর ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তের নাম সামনে আসে।এরপর বনবিভাগ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রথমে প্রভানন্দ রায় এবং পরে কৃষ্ণ দাসকে গ্রেফতার করে।ধৃত প্রভানন্দের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কৃষ্ণ দাসের কাছ থেকে হরিণের সিং উদ্ধার হয়।

আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780