হড়পা বানে বাঁচিয়েছেন অনেককে, শিলিগুড়িতে সম্মান জানানো হল ১১ ‘হিরো’কে

শিলিগুড়ি, ১২ অক্টোম্বরঃ মালবাজারে হড়পা বানে চোখের সামনে ভেসে যাচ্ছিল লোকজন। তা দেখতে পেয়ে নিজেদের প্রাণের চিন্তা না করেই মাল নদীতে ঝাঁপ দিয়েছিল যুবকেরা। সেই সাহসী যুবকদের শিলিগুড়িতে দেওয়া হল সংবর্ধনা।


বুধবার গেট বাজারে যুবভারতী ক্লাবের তরফে মালবাজারের ১১ জন উদ্ধারকারীকে সংবর্ধনা জানানো হয়। এদিন মনোজ মুন্ডা, কার্তিক মুন্ডা, রাজ ওঁরাও, ডেভিড তাঁতি, ওম ভুঁইয়া, তরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম, মহম্মদ মানিক, সমীর মুন্ডাকে শিলিগুড়িতে সংবর্ধনা জানানো হয়।

এদিন শিলিগুড়িতে এসে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানান সকলে। আগামীতেও যাতে যেকোনও সমস্যায় সকলে মানুষের পাশে থাকতে পারেন সেকথাও জানান তারা।


One thought on “হড়পা বানে বাঁচিয়েছেন অনেককে, শিলিগুড়িতে সম্মান জানানো হল ১১ ‘হিরো’কে

  1. আজিনুর ইসলাম says:

    আমি খুব গর্বিত যে আমাদের ভাই গুলো অনেক হিন্দু ধর্মের মানুষ গুলো কে বাচাইলো 💪💪👈

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *