নকশালবাড়ি, ২৫ নভেম্বরঃ শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।নকশালবাড়ির হাতিঘিসার দমদমা এলাকার ঘটনা।মৃতের নাম বিজয় নাগ (৪৪)।
জানা গিয়েছে, এদিন সকালে পাহাড়গুমগুমা চা বাগানের দমদমা ডিভিশনে শৌচকর্মে যান বিজয় নাগ।সেইসময় হাতির হানায় মৃত্যু হয় ব্যক্তির।পরে বাগডোগরা বনদফতরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ঘটনার পর সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সাতসকালে হাতির কোরিডোরে না যাওয়ার বার্তা দেন রেঞ্জার সোনম ভুটিয়া।বাগডোগরা জঙ্গলে ১০০ টি হাতি থাকায় সাধারণ মানুষ সচেতন না হলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা বনদফতরের।