জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত ২ মহিলা, আহত আরও ১

শিলিগুড়ি,২১ নভেম্বরঃ জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার।ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক মহিলা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাগডোগরার সেন্ট্রাল বস্তি এলাকায়।মৃতদের নাম সাবিত্রী সুব্বা(৪৮) ও দেবী তামাং(৫৫)এবং আহতের নাম আহত গীতা সুব্বা(৪৫)।


সোমবার দুপুরে পাঁচ-ছয়জন মহিলা বাড়ির গবাদি পশুদের জন্য বাগডোগরা জঙ্গলে ঘাস কাটতে যান।সেখানেই একটি দাঁতাল হাতির মুখে পড়ে তারা।হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিত্রী সুব্বা ও দেবী তামাং এর।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাগডোগরার সেন্ট্রাল বস্তি এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Giriş