হকারদের পুনর্বাসনের দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান তৃণমূল শ্রমিক সংগঠনের

শিলিগুড়ি, ১১ জুলাইঃ নতুনরুপে সেজে উঠবে উত্তরপূর্ব ভারতের সর্ববৃহৎ রেলস্টেশন  এনজেপি রেল স্টেশন।ইতিমধ্যেই শুরু হয়েছে প্রথম পর্যায়ের কাজ।স্টেশনের পরিধি বড় করতে আশেপাশের এলাকায় দোকান থেকে শুরু করে বেশকিছু বসতি, উচ্ছেদের নোটিশ জারি করেছে রেল দপ্তর।আর তাতেই কপালে  চিন্তার ভাজ হকার ও ব্যবসায়ীদের।


অবিলম্বে সমস্ত হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর এনজেপি শাখা।সোমবার আইএনটিটিইউসি এর দলীয় দপ্তর থেকে একটি বিশাল মিছিল করে এডিআরএম অফিসে যান তারা।সেখানে মিছিল আটকে দেয় রেল পুলিশ ও রাজ্য পুলিশ।পরবর্তীতে সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধি  এডিআরএম এর অনুপস্থিতিতে দায়িত্বে থাকা রেল আধিকারিককে স্মারকলিপি তুলে দেন।

সংগঠনের জেলা সভাপতি নির্জল দে জানান,রেলের উন্নয়নের পক্ষে রয়েছেন তারা।তবে তাদের এই উন্নয়নে গরীব হকারদের রুজি-রুটিতে বাধা আসুক তা তারা চাননা।প্রায় ১০ হাজার মানুষ রেলের জায়গায় নানান কাজে নিযুক্ত।অবিলম্বে তাদের পুনর্বাসন দাবি জানান তিনি।তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তিনি।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *