বাড়ি থেকে বেড়িয়ে শিলিগুড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ আমবাড়ির বাসিন্দা

রাজগঞ্জ, ২০ জুনঃ বাড়ি থেকে বেড়িয়ে শিলিগুড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ আমবাড়ির সুশান্ত কুমার দে। হন্যে হয়ে নিখোঁজ ব্যাক্তিকে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী ও মেয়ে। নিখোঁজ ব্যক্তির নাম সুশান্ত কুমার দে ওরফে সাধু। বয়স ৫৫ বছর।বাড়ি রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন পোস্ট অফিস মোড়ে।


সুশান্ত বাবুর  মেয়ে ও স্ত্রী জানান, বাড়ির সংলগ্ন রাস্তার পাশেই লটারির বিক্রি করেন সুশান্ত বাবু। গতকাল দুপুর পর্যন্ত লটারি বিক্রি করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি আসবেন বলে বের হন। এর কিছুক্ষণ পর  সুশান্ত বাবুকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাচ্ছিলেন তারা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। আত্মীয় পরিজনদের কাছে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলে না। অবশেষে গতকাল রাতে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। যদিও এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। কোন সহৃদয় ব্যক্তি যদি সেই ব্যক্তিকে দেখে থাকেন তাহলে যোগাযোগ করুন 7029614758 এই নম্বরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *