শিলিগুড়ির ফুলবাড়িতে ভয়ানক ঘটনা, গৃহকর্ত্রীকে মারধর করে লুটপাট

শিলিগুড়ি,২১ মার্চঃ গৃহকর্ত্রীকে মারধর করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির  ফুলবাড়িতে। পাশাপাশি আরও পাঁচটি বাড়িতে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীর দল। বুধবার রাতে গভীর রাতে  ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে।  রাজীব নগর, ফুলবাড়ি সুপার মার্কেট ও গঠমাবাড়ি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীদের দল।


জানা গিয়েছে ফুলবাড়ির রাজীব নগর এলাকার বাসিন্দা ৬০ বছরের ইভারানী মন্ডলের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে।  বাড়ির তিন তলা ঘরের দোতলায় স্বামী মনিমোহন মন্ডল ও তিনি আলাদা আলাদা রুমে ঘুমোচ্ছিলেন। রাতে দুষ্কৃতী দলটি দোতলায় উঠে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এরপর মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করে  টাকা ও বেশ কিছু সোনার অলঙ্কার লুট করে। এমনকি ইভারানি মণ্ডল কিছু সোনার অলঙ্কার পড়েছিলেন। সেসবও খুলে নেয় দুষ্কৃতীরা। এরপর  দুষ্কৃতীদের  দলটি  লুটপাটের পর বাড়ি থেকে বেরিয়ে গেলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

এদিকে রাজীব নগরের আরও একটি বাড়িতে চুরির চেষ্টা চলানোর পাশাপাশি গঠমাবাড়ি ও সুপার মার্কেট  এলাকায় চুরির চেষ্টা করা হয়। যদিও সেই বাড়িগুলো থেকে কিছু চুরি না করলেও ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড করে চলে যায় দুষ্কৃতিরা। একই রাতে এই রকম চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ এলাকায় যায়। বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বের করার চেষ্টা চালানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş