শিলিগুড়ি, ১ এপ্রিলঃ G-20 সম্মেলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নবম হিমালয়ান ড্রাইভ র্যালির আয়োজন করা হয়েছে।আগামীকাল শিলিগুড়ির সুকনায় অবস্থিত একটি বেসরকারি রিসর্ট থেকে হিমালয়ান ড্রাইভ শুরু হবে।উদ্বোধনে উপস্থিত থাকবেন G-20 প্রতিনিধি দলের সদস্যরা।
জানা গিয়েছেন, এবছর হিমালয়ান ড্রাইভ G 20-এর একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুরু হচ্ছে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন হিমালয়ান ড্রাইভের আয়োজকরা।হিমালয়ান ড্রাইভ সুকনার বেসরকারি রিসর্ট থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে দার্জিলিংয়ে গিয়ে শেষ হবে।তিনদিনের এই র্যালিতে ২৬টি দল অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।