শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব।
জানা গিয়েছে, গত বছর কায়াকল্প প্রকল্প এবং পরিবেশ বান্ধব বিভাগে রাজ্যের সমস্ত হাসপাতালকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল।শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয় এবং হাসপাতালে বিভিন্ন পরিষেবার উদ্বোধন করেন মেয়র।এদিন হাসপাতাল চত্বরের পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হন তিনি।হাসপাতালে প্রবেশ করার মুখেই ফুটপাথ দখল করে পানের দোকান, খাবারের দোকান সহ রয়েছে অবৈধ পার্কিং।এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন গৌতম দেব।
এদিন বিভিন্ন পরিষেবার উদ্বোধন করেন মেয়র।হাসপাতালে চালু হল বার্নিং ওয়ার্ড।মেল সার্জিক্যাল ওয়ার্ডে তিনসজ্জা বিশিষ্ট বার্নিং ওয়ার্ড ও পাশাপাশি ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দুই শয্যা বিশিষ্ট বার্নিং ওয়ার্ড সহ একটি মিটিং হলের উদ্বোধন করা হয়।পাশাপাশি শিশু চিকিৎসা ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।এরফলে সুবিধা হবে সাধারণ মানুষের।
এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব জানান, হাসপাতালের সামনে বিভিন্ন দোকান গজিয়ে উঠেছে।এটা কোনোভাবে চলতে পারেনা।হাসপাতালে আসা রোগীদের কথা মাথায় রেখে দোকানগুলিকে সরিয়ে দেওয়া হবে।এর আগেও আমরা অবৈধ ফুটপাথ দখল মুক্ত করছি।পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে।