শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন শালবাড়িতে একটি হোটেলে চলছিল দেহ ব্যবসার কারবার।যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনার পর্দা ফাঁস করলো ডিডি, এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার ৮ জন।পাশাপাশি ৪ যুবতীকে উদ্ধার করা হয়েছে।ধৃতদের নাম উমেশ আগরওয়াল, অরবিন্দ পতি তিওয়ারি, দীপক শর্মা, ভেঙ্কটশ কুমার চন্দক, রবি কুমার, গৌতম কুমার, অলোক রাজ এবং দীপক কুমার।
জানা গিয়েছে, ধৃত উমেশ আগরওয়াল শিলিগুড়িতে দেহ ব্যবসার মাস্টার মাইন্ড।উমেশই মোবাইলে মেয়েদের ছবি গ্রাহকদের কাছে পাঠাতো।এরপর পছন্দমতো সেই মেয়েকে পাঠানো হত হোটেলে।এরপর মোটা অঙ্কের টাকা নিত সে।
প্রধাননগর থানার অন্তর্গত শালবাড়ি এলাকায় একটি হোটেলে রুম বুকিং করে ৪ জন মেয়েকে পাঠানো হয়েছিল।এই খবর পায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।খবর পেয়েই ডিডি, এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার এই কারবারের পর্দা ফাঁস করে।ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় ৪ যুবতীকে।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।