শিলিগুড়ি, ২৪ মেঃ গর্বিত শিলিগুড়ি।উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ হল শিলিগুড়ির মেয়ে উৎসা কুন্ডু।শিলিগুড়ি নেতাজী গার্লস হাইস্কুলের ছাত্রী উৎসা।এবছর উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নিয়েছে সে।
বুধবার মেধাতালিকা ঘোষণা হতেই দেখা যায় ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা উৎসা কুন্ডু।আর্টস নিয়ে পড়াশোনা করেছে সে।বাবা কলেজের অধ্যাপক এবং মা স্কুল শিক্ষিকা।মেয়ের সাফল্য স্বাভাবিকভাবেই খুশি তাঁর বাবা মা।
এদিন ফল প্রকাশ হতেই নেতাজী গার্লস হাইস্কুলের শিক্ষিকা উৎসার বাড়িতে যান।ছাত্রীর এমন ফলাফলে স্বাভাবিকভাবেই খুশি গোটা স্কুল।আগামীতে সরকারি আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে উৎসার।বর্তমানে ভালো কোন কলেজে অর্নাস নিয়ে পড়াশোনা করবে সে।
উৎসা জানায়, পরীক্ষার আগে রুটিন মেনেই সে পড়াশোনা করতো।প্রত্যেকটি বিষয়েই আলাদা করে গৃহশিক্ষক ছিল।এদিন মেধাতালিকায় নিজের নাম দেখেই আপ্লুত হয়ে যায় সে।