ফাঁসিদেওয়া, ৩১ অক্টোবরঃ ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা অঞ্চল কংগ্রেস কমিটির তরফে স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হল।
এদিন জালাস নিজামতারা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতাকর্মীরা।উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি শ্যামল মন্ডল, বিধানসভা যুব সভাপতি গোলাম মুস্তাফা, জালাস অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি আকবর আলী, ব্লক ছাত্র পরিষদের সভাপতি তানবীর আলম, যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি হাসিবুল রহমান, পঞ্চায়েত সদস্য সুবোধ বিশ্বাস সহ অন্যান্যরা।