শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানের শহীদ বেদীতে মাল্যদান করেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ অন্যান্য ওয়ার্ড কো-অর্ডিনেটররা।


১৯৫২ সালের আজকের দিনে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।২০১০ সালের পর থেকে জাতিসংঘও এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে।

তারই অঙ্গ হিসেবে সমগ্র বিশ্বের সাথে সাথে রাজ্যেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।শিলিগুড়িতেও শহীদ বেদীতে পুরনিগমের পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহন করা হয়। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *