ময়নাগুড়িতে খুনের ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত

জলপাইগুড়ি, ২০ অক্টোবরঃ এক যুবককে খুনের অভিযোগে অভিযুক্ত তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত।তিন অভিযুক্তের নাম গোপাল রায়,আকাশ দত্ত এবং লিটন গোস্বামী।


জানা গিয়েছে, ২০১৪ সালের ২৩ জুলাই ময়নাগুড়ি পাওয়ার হাউজ এলাকায় রেললাইনের ধারে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ।মৃত অরুপ বিশ্বাসকে তার বাড়ি থেকে ডেকে তার মোটরবাইক, সোনার আংটি ও মোবাইল ফোন ছিনতাই করে ময়নাগুড়ি পাওয়ার হাউজ এলাকায় নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়েছিল৷এই ঘটনার তদন্তে নেমে ওই দিনই দুজনকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ।তাদের জেরা করে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত তিনজনকে জেরা করে পুলিশ জানতে পারে মৃত যুবক তাদের বন্ধু ছিল।

এই ঘটনায় আদালতে মোট ৩৬ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়।জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট কোর্টের বিচারক অনির্বাণ চৌধুরী সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা করেন।এছাড়াও ৩৭৯ ধারায় আরও ৬ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে আরও ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক অনির্বাণ চৌধুরী।


 

One thought on “ময়নাগুড়িতে খুনের ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *