ফাঁসিদেওয়া, ২৫ মার্চঃ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের কিংপিন মহম্মদ সইদুলের আরও এক সহযোগীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ রেজাবুল।
জানা গিয়েছে, গতকাল সইদুলকে সঙ্গে নিয়ে মহম্মদ রেজাবুলের বাড়িতে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রেজাবুল।তল্লাশি চালিয়ে তার ঘর থেকে উদ্ধার হয় জালিয়াতির একাধিক নথিপত্র।
পরে গ্রেফতার করা হয় রেজাবুলকে।ধৃত মহম্মদ রেজাবুল সহ সইদুলকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।