জলমগ্ন বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃনমূল যুব কংগ্রেস

শিলিগুড়ি, ৩ জুলাইঃ প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন ডাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন এলাকা।


শুক্রবার কিশোর মন্ডল,বুলন সাহা,সুমন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম গোস্বামী।

জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের যুবদের সাহায্যে শ্রীরাম পল্লির বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকা ও খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।অন্যদিকে, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের পশ্চিম হাতিয়াডাঙা ও মহিম কলোনিতে চিড়া ও গুড়ের ব্যবস্থা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş