পুরভোটের ফলাফলঃ তৃণমূলের দখলে জলপাইগুড়ি পৌরসভা  

জলপাইগুড়ি, ২ মার্চঃ গত ২৭শে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ পৌরসভায় নির্বাচন। বুধবার ফলাফল ঘোষণা হল সেই সমস্ত পৌরসভার। ফলাফলের নিরিখে অধিকাংশ পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১০৮টি পৌরসভার মধ্যে রয়েছে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে একটি আসনও পেল না বিজেপি।২২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, সিপিআইএম ১ এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছে।


২৫টি ওয়ার্ডের মধ্যে কোন কোন ওয়ার্ডে কারা জয়ী হয়েছেন? দেখুন তালিকা  

১ নম্বর ওয়ার্ড নিলাম শর্মা (তৃণমূল)


২ ওয়ার্ড মহুয়া দত্ত (তৃণমূল)

৩ নম্বর ওয়ার্ড স্বরূপ মন্ডল (তৃণমূল)

৪ নম্বর ওয়ার্ড সরিতা প্রসাদ সা (তৃণমূল)

৫ নম্বর ওয়ার্ড সন্দীপ মাহাতো (তৃণমূল)

৬  নম্বর ওয়ার্ড সুব্রত পাল (তৃণমূল)

৭  নম্বর ওয়ার্ড পাপিয়া পাল (তৃণমূল)

৮ নম্বর ওয়ার্ড সৈকত চ্যাটার্জী (তৃণমূল)

৯ নম্বর ওয়ার্ড প্রমোদ মন্ডল (তৃণমূল)

১০ নম্বর ওয়ার্ড দীনেশ রাউত (তৃণমূল)

১১ নম্বর ওয়ার্ড মানসী বিশ্বাস (তৃণমূল)

১২  নম্বর ওয়ার্ড মনিন্দ্র বর্মন (তৃণমূল)

১৩  নম্বর ওয়ার্ড লিপি সরকার (তৃণমূল)

১৪  নম্বর ওয়ার্ড সন্দীপ ঘোষ (তৃণমূল)

১৫ নম্বর ওয়ার্ড তপন ব্যানার্জি (তৃণমূল)

১৬ নম্বর ওয়ার্ড তিহাস সিনা গোস্বামী (তৃণমূল)

১৭ নম্বর ওয়ার্ড দিলীপ বার্মা (তৃণমূল)

১৮ নম্বর ওয়ার্ড উত্তম বোস (তৃণমূল)

১৯ ওয়ার্ড  লোপামুদ্রা অধিকারী (তৃণমূল)

২০  নম্বর ওয়ার্ড শুভ্রা দেব (কংগ্রেস)

২১  নম্বর ওয়ার্ড তারক নাথ দাস (তৃণমূল)

২২  নম্বর ওয়ার্ড পিংকু বিশ্বাস (তৃণমূল)

২৩ নম্বর ওয়ার্ড সঞ্চিতা পঞ্চানন ধর (সিপিআইএম)

২৪  নম্বর ওয়ার্ড অম্লান মুন্সি (কংগ্রেস)

২৫ নম্বর ওয়ার্ড পৌষালী দাস (তৃণমূল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *