আলিপুরদুয়ার, ১৩ ফেব্রুয়ারিঃ আগামী ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রী।শিবরাত্রী উপলক্ষে প্রতিবছর জটেশ্বরের গরুহাটির মাঠে মেলা বসে।এবছরও মেলার আয়োজন করা হয়েছে।ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি।
জানা গিয়েছে, প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর আগমণ হয় জটেশ্বর শিবমন্দিরে।শিবরাত্রী উপলক্ষে মেলার আয়োজন করা হয়।এবছরও পূর্ণার্থীদের আগমন হবে বলে আশাবাদী মন্দির কমিটি।
এই বিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে।শোভাযাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল এনে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়।পনেরো দিন ধরে মেলা চলবে।