শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ ট্যাব দুর্নীতিতে মালদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা। মালদার বৈষ্ণবনগর থেকে মনোজ চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সেখানে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালাতো। তার আড়ালে ট্যাব দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। শিলিগুড়ির বেশকিছু স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা ঢোকেনি। কিছুদিন আগে এনজেপি রেলওয়ে স্কুলের তরফে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম থানা। তাতে দেখা যায় যে এক পড়ুয়ার টাকা অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরই মনোজ চৌধুরীকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে ট্যাবের টাকা উঠিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত ছিল সে।