শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ শিলিগুড়ির জংশনে হাউজিং ডিপার্টমেন্টের জমি দখল করে থাকা দোকান উচ্ছেদ করতে গিয়ে বাঁধার মুখে পড়লো হাউজিং ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, জংশন এলাকায় হাউজিং ডিপার্টমেন্টের প্রায় ২.৫ একর জমি রয়েছে।সেই জমিতে দীর্ঘদিন ধরে দোকান করে ব্যবসা চালিয়ে আসছে কিছু ব্যবসায়ী।কিছুদিন আগেই হাউজিং ডিপার্টমেন্ট সেই জমি খালি করার নির্দেশ দেয়।এরপরই ব্যবসায়ীরা মালিকানার দাবীতে আদালতে পিটিশন দায়ের করে।সেই মামলা চলছে আদালতে।এরই মধ্যে আজ হাউজিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জায়গা খালি করতে পৌঁছান।তবে সেখানে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে।
ব্যবসায়ীদের অভিযোগ, দুই দশকের বেশি সময় ধরে তারা সেখানে ব্যবসা করে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন।প্রায় ১০০ এর বেশি দোকান রয়েছে সেখানে।হাউজিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার পদের অপব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।এসডিও এর নির্দেশে জায়গা খালি করার জন্য এসেছেন বলে মিথ্যে কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
অন্যদিকে হাউজিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অসীম বালা বলেন, আজ আমরা জমি দেখার জন্য গিয়েছিলাম।একটি নথী না থাকার জন্য আমাদের ফিরে আসতে হল।তবে আগামীবার পুরো প্রস্তুতি নিয়ে আমরা যাবো।ব্যবসায়ীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।
এই বিষয়ে শিলিগুড়ির এসডিও ফোনে জানান, ঘটনার তদন্ত করা হবে।তার নাম ব্যবহার করে কোন কাজ করা হলে এর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।