শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ।ভাইকে চাকু মেরে আত্মঘাতী হল দাদা।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনিতে এই ঘটনা ঘটে।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাই টোটন ঘোষ এবং সুজিত ঘোষের মধ্যে বিবাদ চলছিল।এই নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত তাদের।শনিবার সকালেও ফের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে।অভিযোগ, সেইসময় ভাই সুজিতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দাদা টোটন ঘোষ।ঘটনায় গুরুতর জখম হন সুজিত ঘোষ।এরপরই একটি ঘরে গিয়ে আত্মঘাতী হয় টোটন ঘোষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।আহত সুজিত ঘোষকে উদ্ধার করে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।অন্যদিকে দাদা টোটন ঘোষকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদে ছোট ভাই সুজিত ঘোষের অবস্থা আশঙ্কাজনক।অন্যদিকে দাদা টোটন ঘোষের মৃত্যু হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।