‘জিটিএ কোনো নির্বাচন প্রক্রিয়া নয়’- সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ২৪ মেঃ জিটিএ কোনো নির্বাচন প্রক্রিয়া নয়, জিটিএ মুখ পরিচিত কিছু নেতা বা কন্ট্রাক্টরের টেন্ডার প্রক্রিয়া।জিটিএ নির্বাচন নিয়ে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।


মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।এরপর একাধিক বিষয়ে মন্তব্য করেন।প্রথমে পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।সঙ্গে শিলিগুড়ি শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি নিয়ে মেয়রকে জরুরি দায়িত্ব পালনের কথা বলেন।

এরপর জিটিএ নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি।রাজু বিস্ত বলেন, জিটিএ কোনো নির্বাচন প্রক্রিয়া নয়, জিটিএ মুখ পরিচিত কিছু নেতা বা কন্ট্রাক্টরের টেন্ডার প্রক্রিয়া।কারণ বিজেপি ও তার সহযোগী দল কন্ট্রাক্টর পার্টি নয়।জিটিএ এক অসাংবিধানিক সংস্থা, না এর কোনো ক্ষমতা আছে, না এর কোনো আইন প্রনয়নের ক্ষমতা আছে এবং জিটিএ গোর্খা বিরোধী।জিটিএ টেন্ডার প্রক্রিয়ায় ২০০কোটি টাকায় দার্জিলিং তরাই ও ডুয়ার্সের জনগনকে কেনার চালাকি করা হচ্ছে।মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবে।জিটিএ নির্বাচন হবে না।এই নির্বাচন কলেজের নির্বাচন থেকেও খারাপ, আমরা কোনো টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো না।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *