শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়িতে এক যুবকের দাদাগিরি।সোমবার যুবকের হাতে প্রহৃত হন দুই ব্যক্তি।এই ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে।ঘটনার পরই পুলিশে অভিযোগ জানান দুই ব্যক্তি।অভিযোগ পেয়েই তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।গ্রেফতার যুবকের নাম বিশ্বরুপ পাল।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ধৃতকে হেফাজতে নিয়ে মারধরের কারণ এবং তার সঙ্গীদের খোঁজে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় মূল অভিযুক্ত বিক্রম দাসের মোবাইল লোকেশনের সাহায্যে তাঁর খোঁজ করা হচ্ছে।শীঘ্রই ধৃতকে গ্রেফতার করা হবে।গোটা ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, সোমবার সুকান্তনগরের বাসিন্দা বাপি বণিক বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গল পাণ্ডে সরণী দিয়ে কাজে যাচ্ছিলেন।অভিযোগ সেসময় বিক্রম দাস ও আরও কয়েকজন তার পথ আটকায়।এরপর বাপি বণিককে মারধর করা হয় বলে অভিযোগ।অন্যদিকে সোমবার বেলা ১২ টা নাগাদ ফের কোর্টমোড়ের কাছে এক ব্যক্তিকে মারধর করে বিক্রম দাস।অমরজিত পাল নামে সুভাষপল্লীর বাসিন্দা এক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত।এদিন কোর্টমোড়ের কাছে একটি লটারির দোকানকে সামনে অমরজিত পাল নামে ওই ব্যক্তিকে গালিগালাজ করছিল বিক্রম।প্রতিবাদ করাতেই অমরজিতকে মারধর করতে শুরু করে বিক্রম।