ফাঁসিদেওয়া, ১১ ফেব্রুয়ারিঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার মহিপাল এলাকায়।মৃতের নাম উত্তম গোস্বামী(১৮)।
জানা গিয়েছে, এদিন ঘরে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।এরপর স্থানীয়রাই যুবকের দেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পরবর্তীতে ফাঁসিদেওয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।