যুব তৃনমূলের আর্থিক সাহায্যে মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে এলো বিদ্যুৎ

রাজগঞ্জ,১৭ ফেব্রুয়ারি: পরিবারে আর্থিক অনটন।জমা দিতে পারেনি বিদ্যুৎ বিল।তাই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ সরবরাহ সংস্থা।শিলিগুড়ির ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রঞ্জু মিশ্রা।


জানা গিয়েছে, রঞ্জু মিশ্রার ছেলে রঞ্জন এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন।রঞ্জুদেবীর স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছে প্রায় ১০ বছর আগে।তিনি এলাকার এক বেসরকারি কারখানায় কাজ করেন।কিন্তু গত কয়েক মাস কারখানা বন্ধ থাকায় অভাব আরও ঘিরে ধরেছে।তাই বিদ্যুৎ বিল জমা দিতে পারেননি।এ কারণে গত শুক্রবার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা।রঞ্জুদেবীর ছোট ছেলে রঞ্জন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।বাড়িতে আলো না থাকায় রঞ্জন নিরুপায় হয়ে গ্রামের কাঞ্চনবাড়ি স্পোর্টিং ক্লাবে গিয়ে রাতে পড়াশোনা শুরু করে।অবশেষে এগিয়ে আসে যুব তৃণমূল।

সোমবার স্থানীয় যুব তৃনমূলের পক্ষ থেকে বিদ্যুৎ বিলের টাকা দিয়ে সাহায্য করা হয়।সাহায্য পেয়ে বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হয়।স্থানীয় পঞ্চায়েত সদস্য হিরেন রায় বলেন, ওই পরিবারটির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় আপাতত ক্লাবে গিয়ে পড়াশোনা করার পরামর্শ দেওয়া হয়।বিষয়টি নিয়ে যুব তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আজ বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হয়েছে।আজই বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হবে বলে সরবরাহকারী সংস্থা জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *