রাজগঞ্জ, ১৭ ডিসেম্বরঃ সাহুডাঙ্গিহাট পি কে রায় উচ্চ বিদ্যালয়ে কলাকৃতি অনুষ্ঠানের আয়োজন করা হল।এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জানা গিয়েছে, এবছরই স্কুলের তরফে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিভাকে শিল্পকলার মধ্যে তুলে ধরার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন।
এই বিষয়ে সাহুডাঙ্গিহাট পি কে রায় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে সৃজনশীল শিল্পকলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।যেখানে ছাত্র-ছাত্রীরা স্কুলের মাঠে নিজের হাতে নানান জিনিস তৈরি করেছে।সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবার এই অনুষ্ঠান করা হলেও আগামীতে এই ধরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।