কালচিনি, ২৪ জুনঃ কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।মৃতের নাম কিরণ সুব্বা(৬০)।
পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোর ৪ টার দিকে বাইরে বেরিয়েছিলেন কিরণ সুব্বা।সেইসময় একটি বুনো হাতি তার ওপর হামলা চালায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।