শিলিগুড়িতে খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো জেলা সিপিএম

শিলিগুড়ি, ৩১ আগস্টঃ ১৯৫৯ সালের ৩১ শে আগস্ট খাদ্যমন্ত্রীর অপসারণ ও খাদ্যের দাবিতে কলকাতার শহীদ মিনার ময়দানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়।এরপর কলকাতার মহাকরণ ভবনের দিকে যাওয়ার সময় শান্তিপূর্ণ মিছিলের ওপর লাঠি চার্জ করে  পুলিশ।এরফলে আহত হন বহু মানুষ।মৃত্যু হয় অনেকের।সেই থেকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে সিপিআইএম।


আজ গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও সিপিএম এর পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়।এদিন শহীদ বেদীতে মাল্যদান করেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার,সমন পাঠক, শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş