খড়িবাড়ি, ২ মার্চঃ খড়িবাড়ি থানার অন্তর্গত পিডব্লিউডি এলাকায় একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগে পিডব্লিউডি এলাকায় একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে।ঘটনার অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ।এরপর দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ১৫টি মোবাইল, দুটি টিভি, দুটি কম্পিউটারের মনিটর, একটি ল্যাপটপ, ক্যামেরা এবং পাওয়ার ব্যাঙ্ক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।